বিশেষ প্রতিবেদন, ৩১ অক্টোবর:
রাজ্যে এবার ইনিংস শুরুর পথে শীত! কালীপুজোর আগেই রাজ্যজুড়ে বজায় থাকতে চলেছে শীতের আমেজ। পাশাপাশি, নিম্নমুখী তাপমাত্রাও। ইতিমধ্যেই গত তিনদিনে কলকাতা-সহ গোটা রাজ্যের তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ নেমেছে ২০ ডিগ্রির নিচে। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এরই মধ্যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করেছে।
পাশাপাশি, একেবারে ভোরের দিকে কুয়াশার খোঁজ মিলতে পারে জেলাগুলিতে। যদিও, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। যার জেরে একধাক্কায় অনেকটাই তাপমাত্রা কমবে ওই জেলাগুলিতে। বুধবার থেকে দার্জিলিংয়ের তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।