বিশেষ প্রতিবেদন, ১ নভেম্বর:
সম্প্রতি গ্রাহকদের সুবিধার্থে চ্যাট অপশনে নতুন ডেডিকেটেড পেমেন্ট বাটন যোগ করেছে WhatsApp। এই বাটনে একবার ক্লিক করলেই দ্রুততার সঙ্গে বিভিন্ন নম্বরে টাকা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। তবে, এবার বিভিন্ন কন্ট্যাক্টে WhatsApp Pay-র মাধ্যমে টাকা পাঠালে ৫১ টাকার গ্যারান্টেড ক্যাশব্যাক অফার পাওয়া যাচ্ছে। এই প্রসঙ্গে সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, বিটা ইউজারদের জন্য অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ইতিমধ্যেই নতুন এই ফিচার রোলআউট করেছে সংস্থা।
জানা গিয়েছে যে, এই ফিচারটি আপাতত বিটা ইউজারদের জন্যই সীমাবদ্ধ। তবে, দ্রুত সকলের জন্যই উপলব্ধ হতে চলেছে ফিচারটি। আপাতত মনে করা হচ্ছে যে, বিভিন্ন ক্যাশব্যাক অফারে গ্রাহকদের সাড়া পেতে এবং WhatsApp Pay-কে ভারতে আরও জনপ্রিয় করতে এই পরিকল্পনা নিয়েছে সংস্থা।
কিভাবে পাবেন এই অফারের সুবিধা:
এই অফারের সুবিধা পেতে WhatsApp Beta-য় প্রথমে এনরোল করতে হবে গ্রাহকদের। তারপরে ”Become a tester panel” অপশনে ক্লিক করার পর “I’m in” অপশনে ট্যাপ করে “Join” অপশনটি ক্লিক করলেই অ্যাপ আপডেট হয়ে যাবে। পাশাপাশি গ্রাহকরা বিটা টেস্টার হিসেবে ৫১ টাকার ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন।