৫২২ দিন পর দেশে সর্বনিম্ন অ্যাকটিভ কেস! রাজ্যে কমেছে মৃতের সংখ্যা

বিশেষ প্রতিবেদন, ১৪ নভেম্বর:

দেশজুড়ে উৎসবের মরশুম প্রায় শেষের পথে।করোনার আবহে এই সময়ে উৎসবমুখী জনতার ভিড়ে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য হাতিয়ার করা হয় টিকাকরণকে। যার ফলে প্রায় প্রতিদিনই করোনা গ্রাফে সংক্রমণের ওঠানামা স্পষ্ট হলেও সামগ্রিক ভাবে তেমন বৃদ্ধি পায়নি সংক্রমণের হার। যদিও, কেরালার সংক্রমণের পরিসংখ্যান এখনও চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের মনে। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ২৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য কম।

পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৮৫ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ৫৫৫। যদিও, গত ২৪ ঘণ্টায় কেরালায় সংক্রমিত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ।  বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৯১৮। পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ৫২২ দিনের মধ্যে সর্বনিম্ন। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭৬ জন। আপাতত দেশে টিকা পেয়েছেন ১১২ কোটি ১ লক্ষ ৩ হাজার ২২৫ জন।

এদিকে, রাজ্যে ফের সামান্য বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮৭৫ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ৮৭২। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ৭ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ১৩। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩১৪ জন।

আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৪ হাজার ১৯৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮৩৭ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬২ জন। গত ২৪ ঘন্টায় মোট ৪১ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *