বিশেষ প্রতিবেদন, ১৯ নভেম্বর:
সর্বক্ষণ মোবাইলে বুঁদ থাকত ছেলে। যার ফলে মোবাইলের মাত্রাতিরিক্ত ব্যবহার কমানোর জন্য বকাবকি করেছিলেন বাবা। আর তাতেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা! বাবার বকুনি শুনে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল অষ্টম শ্রেণির এক ছাত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। মৃত ছাত্রের নাম শানু দাস
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, দিনভর মোবাইলে ব্যস্ত থাকত শানু। মাঝেমধ্যেই এই নিয়ে অশান্তি লেগে থাকত বাড়িতে। বৃহস্পতিবার রাতেও শানুর অত্যধিক মোবাইল চালানোর প্রতিবাদ করেন তার বাবা। শানুকে বকাবকিও করেন তিনি। তারপর সকলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলেও শুক্রবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় শানুর ঝুলন্ত দেহ। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এদিকে, ছেলের মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার। কিছুতেই ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁরা। পাশাপাশি, শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়েও।