ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ! অভিমুখ হতে পারে বাংলার দিকে

বিশেষ প্রতিবেদন, ৪ ডিসেম্বর:

ক্রমশ শক্তি বৃদ্ধি করে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। আইএমডির সর্বশেষ বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। এদিকে, মৌসম বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শনিবার সকালে ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর পশ্চিম দিকে ক্রমশ সরতে শুরু করবে। পাশাপাশি, ওডিশা উপকূল হয়ে আগামী রবিবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি পুরী উপকূলে প্রবেশ করতে পারে বলে জানানো হয়েছে।

বর্তমান অবস্থান অনুযায়ী, বিশাখাপত্তনমের দক্ষিণ পূর্ব অংশ থেকে ২৫০ কিমি দূরে এবং পুরীর দক্ষিণ-পশ্চিম অংশ থেকে ৪৩০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ। পাশাপাশি, দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম পারাদ্বীপ থেকে ৫১০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়৷ এদিকে, জাওয়াদের অভিমুখ বাংলার দিকেই হতে পারে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ইতিমধ্যেই, রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছে৷ রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে রয়েছে ঝড়ের পূর্বাভাসও। যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার৷

শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর সহ দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে। এদিকে, ঘূর্ণিঝড়ের প্রাবল্যকে মাথায় রেখে আজ থেকেই রাজ্যে খোলা হচ্ছে কন্ট্রোল রুম। রাজ্য বিদ্যুৎ দফতরের হেল্পলাইন নম্বর- ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪ এবং সিইএসসির হেল্পলাইন নম্বর- ৯৮৩১০৭৯৬৬৬, ৯৮৩১০৮৩৭০০। প্রসঙ্গত উল্লেখ্য, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। পাশাপাশি, দিনের সর্বনিম্ন তাপমাত্রা হবে ২১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *