বিশেষ প্রতিবেদন, ৪ ডিসেম্বর:
বর্তমান ক্রিকেট জগতে এক উজ্জ্বল নক্ষত্র হলেন বিরাট কোহলি। খেলার পাশাপাশি তাঁর ব্যক্তিত্ব এবং স্টাইলেও মজে থাকেন কোটি কোটি অনুরাগী! বিশ্বজুড়ে ক্রমশ বেড়েই চলেছে তাঁর অনুরাগীদের সংখ্যা! খেলার মাঠের পাশাপাশি নেটমাধ্যমেও একের পর এক বিরল “রেকর্ড” অনায়াসে তৈরি করেন ক্যাপ্টেন কোহলি! এমতাবস্থায়, নতুন এক পালক জুড়লো বিরাটের মুকুটে। খেলোয়াড়দের জনপ্রিয়তার দৌড়ে এবার মেসি-রোনাল্ডোকেও হারিয়ে দিলেন কোহলি!
সম্প্রতি Yahoo-র প্রকাশ করা এক তালিকায় দেখা গিয়েছে যে, চলতি বছরে ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির নাম। উল্লেখযোগ্যভাবে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও জনপ্রিয়তায় খামতি রাখেননি “ক্যাপ্টেন কুল”।
তবে, এই দুই ক্রিকেটারের পরই তালিকায় রয়েছে ফুটবল জগতের পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। জনপ্রিয়তার নিরিখে এই বছর তিন নম্বরে জায়গা করে নিয়েছেন সি আর সেভেন। ঠিক তার পরেই রয়েছে ফুটবলের আরেক মহাতারকা লিওনেল মেসির নাম।
সম্প্রতি সপ্তমবারের জন্য ব্যালন ডি’অর খেতাবের মালিক হয়েছেন তিনি। অনুরাগীদের সার্চের পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি হওয়া এই তালিকার প্রথম চারটি স্থানে ক্রিকেট এবং ফুটবলের তারকারা জায়গা করে নিলেও পঞ্চম স্থানে রয়েছে টোকিও অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়ার নাম।