ঘূর্ণিঝড়ের জেরে খারাপ আবহাওয়া, হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে চেপে মালদহ যাবেন মুখ্যমন্ত্রী

বিশেষ প্রতিবেদন, ৫ ডিসেম্বর:

ইতিমধ্যেই ঘূর্ণিঝড় “জাওয়াদ”-এর জেরে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতেও। এমতাবস্থায়, খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর মালদহের সফরসূচিতে কিছুটা পরিবর্তন ঘটলো। সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, হেলিকপ্টারের বদলে ট্রেনে চেপেই মালদহের উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরের শতাব্দী এক্সপ্রেসে জেলাসফরে যাবেন তিনি।

সূত্র অনুযায়ী আরও জানা গিয়েছে যে, আগামী ৮ ডিসেম্বর অর্থাৎ বুধবার মালদহে দুপুর ১ টায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি, ওইদিনই বিকেল সাড়ে ৪ টায় বহরমপুরে বৈঠক করবেন তিনি। এরপর ৯ ডিসেম্বর কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাসফরের পর তাঁর গোয়া এবং শিলং যাওয়ারও কথা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আবহওয়া দফতরের খবর অনুসারে জানা গিয়েছে যে, জাওয়াদের জেরে রবিবার ও সোমবার রাজ্যে চলবে বৃষ্টির দাপট। ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হওয়ার ফলেই এই বৃষ্টির দাপট বেড়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *