Infinix Hot 10S: 48MP ক্যামেরা, সাথে 6,000 mAh ব্যাটারি! মাত্র 9,999 টাকায় পেয়ে যান এই ফোন

বিশেষ প্রতিবেদন, ৫ ডিসেম্বর:

স্বল্প বাজেট অথচ দুর্দান্ত ফিচার্সের স্মার্টফোন চান? তাহলে অবশ্যই আপনার পছন্দের তালিকায় এক্কেবারে প্রথমে রাখুন Infinix Hot 10S স্মার্টফোনটিকে! ইতিমধ্যেই স্মার্টফোনটি বেশ প্রশংসিত হয়েছে ক্রেতামহলে। দুর্দান্ত সব ফিচার্স এবং পারফরম্যান্সের বিচারে এই বাজেটের মধ্যে থাকা অন্যান্য স্মার্টফোনগুলিকে জোরদার টক্কর দেবে Infinix Hot 10S।

দেখে নিন Infinix Hot 10S-এর ফিচার্স গুলি:

* Infinix Hot 10S স্মার্টফোনটির পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 MP সেন্সর। সঙ্গে রয়েছে 2 MP সেকেন্ডারি ক্যামেরা ও AI লেন্স। এছাড়াও সেলফি তোলার জন্য রয়েছে 8MP ক্যামেরা। এই ফোনে সুপার স্লো মোশন ভিডিওর সুবিধাও উপলব্ধ থাকছে।

* এই স্মার্টফোনে থাকছে 6.82 ইঞ্চির HD+ 90Hz ডিসপ্লে। এছাড়াও দুর্দান্ত মাল্টিটাস্কিংয়ের জন্য ব্যবহার করাকে হয়েছে Mediatek Helio G85 চিপসেট। গেম খেলার উপযোগী এই মোবাইলে থাকছে Mediatek Hyper EngineGame Technology.

* এই ফোনে 6,000 mAh এর ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকছে। পাশাপাশি থাকছে পাওয়ার ম্যারাথন টেক ফিচার।

* এই স্মার্টফোনে Android 11-এর XOS 7.6 Dolphin ভার্সন থাকছে। পাশাপাশি, Multifunctional Fingerprint sensor এবং Face Unlock সুবিধাও রয়েছে।

* Infinix Hot 10S-এর 4GB +64GB ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা। পাশাপাশি, 6GB+64GB ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা। অনলাইন বিপণন সংস্থা ফ্লিপকার্ট থেকে ক্রেতারা কিনতে পারবেন এই স্মার্টফোন।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *