রবিবারের ছুটির দিনে কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল-ডিজেলের দাম কত? জেনে নিন লিঙ্কে ক্লিক করে

বিশেষ প্রতিবেদন, ৫ ডিসেম্বর:

প্রতিদিন সকালে পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দেয় সরকারি তেল সংস্থাগুলি। সেইমতো রবিবার সকালেও জ্বালানির দাম প্রকাশ করেছে তারা। সেখান থেকেই জানা গিয়েছে যে, রবিবার স্থির রাখা হয়েছে জ্বালানির দাম। অর্থাৎ নতুন করে এদিন দামের পরিবর্তন ঘটছে না জ্বালানির। পাশাপাশি, কলকাতায় পেট্রোলের বর্তমান মূল্য ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা।

একনজরে দেখে নিন দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল ও ডিজেলের বর্তমান মূল্য:

* মুম্বাইতে আজ পেট্রোল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১০৯.৯৮ টাকায়। ডিজেলের মূল্য ৯৪.১৪ টাকা।

* চেন্নাইতে প্রতিলিটার পেট্রোল কিনতে খরচ হবে ১০১.৪০ টাকা এবং ডিজেলের দাম ৯১.৪৩ টাকা।

* রাজধানী শহর দিল্লিতে পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা এবং ডিজেলের মূল্য ৮৬.৬৭ টাকা।

* গান্ধীনগরে পেট্রোল এবং ডিজেল পাওয়া যাচ্ছে যথাক্রমে ৯৩.৩৫ টাকা এবং ৮৯.৩৩ টাকায়।

* পোর্ট ব্লেয়ারে তুলনামূলক কম জ্বালানির মূল্য। সেখানে পেট্রোল পাওয়া যাচ্ছে ৮২.৯৬ টাকায় এবং ডিজেলের দাম ৭৭.১৩ টাকা।

* লখনউতে পেট্রোলের মূল্য  ৯৫.২৮ টাকা এবং লিটারপ্রতি ডিজেলের মূল্য ৮৬.৮০ টাকা।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *