সেনা চপার দুর্ঘটনায় প্রয়াত হলেন সস্ত্রীক বিপিন রাওয়াত, ১৪ জনের মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনেরই

বিশেষ প্রতিবেদন, ৮ ডিসেম্বর:

তামিলনাড়ুর কুন্নুরে সেনা চপারের দুর্ঘটনায় মৃত্যু হল CDS বিপিন রাওয়াতের। পাশাপাশি, ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে যে, চপারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় এখনও মৃত্যুর সাথে লড়াই করছেন একজন। বুধবার দুপুরে সুলুরের সেনা ছাউনি থেকে চপারটি ওয়েলিংটনের সেনাঘাঁটির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে।

ANI-র টুইট

নীলগিরির দুর্গম অঞ্চলে ঘটা এই দুর্ঘটনার ফলে আগুন লেগে যায় সেনা চপারটিতে। যার ফলে মৃতদের শরীরের ৮৫ শতাংশই পুড়ে গিয়েছে। দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। এদিকে, দুর্ঘটনাগ্রস্ত চপারে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ছাড়াও ছিলেন নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা ও হাবিলদার সৎপাল।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *