বিশেষ প্রতিবেদন, ১৭ ডিসেম্বর:
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে ভারত! পাশাপাশি, ঢাকায় শুক্রবারের হাইভোল্টেজ ম্যাচে হরমনপ্রীত সিংয়ের জোড়া গোলের সৌজন্যে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল “মেন ইন ব্লু”। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরে টি-২০ বিশ্বকাপের আসরে পাকিস্তানের কাছে পরাজিত হয় বিরাট বাহিনী। এমতাবস্থায়, বছর শেষের আবহে ভারতীয় হকি টিম পাকিস্তানকে হারিয়ে দেওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।
এদিকে, এই ম্যাচ জিতে যাওয়ায় মোট তিনটি ম্যাচ শেষে আপাতত ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ভারত। প্রথম ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে ড্র করলেও ঠিক তার পরের ম্যাচে বাংলাদেশকে ৯ গোলে হারিয়ে দেয় ভারত। পাশাপাশি, শুক্রবার পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে ট্রফি জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল টিম ইন্ডিয়া। এদিন ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে ভারতীয় দল। প্রথম কোয়ার্টারেই হরমনপ্রীতের গোলে এগিয়ে যায় ভারত। তারপরে ফের ব্যবধান বাড়ান আকাশদীপ সিং। পাকিস্তানের তরফে জুনেইদ মনজুর একটি গোল শোধ করলেও হরমনপ্রীতের আরও একটি গোলে জয়ের আশা শেষ হয়ে যায় পাকিস্তানের।