বিশেষ প্রতিবেদন, ১৮ ডিসেম্বর:
রাত পোহালেই রবিবার কলকাতার পুরভোট। শেষ মুহূর্তের প্রস্তুতিতে তাই ব্যস্ততা তুঙ্গে। ইতিমধ্যেই ভোটকর্মীরা ভোটকেন্দ্রে রওনা হয়েছেন। চূড়ান্ত প্রস্তুতি চলছে স্ট্রং রুমেও। এদিকে, “হাইভোল্টেজ” এই ভোটে নিরাপত্তার দিকে কোনো খামতি রাখা হচ্ছেনা। পুলিসের মোট ২৩ হাজার বাহিনী থাকছে দায়িত্বে। তার মধ্যে ৫ হাজার রাজ্য পুলিশের কর্মী। পাশাপাশি, জানা গিয়েছে যে, ভোটের দিন নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১০ জন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার। ডেপুটি কমিশনার থাকবেন ২৬ জন এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবেন ৭১ জন। এছাড়াও, প্রতিটি স্পর্শকাতর এলাকার জন্য মোট ২৫ টি QRT ও ৩৫ টি HRFS দল থাকবে।
পাশাপাশি, শহরের বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে কলকাতা পুলিসের স্পেশাল কম্যান্ডো ফোর্স। দিনভর চলছে নাকা চেকিং। ৫০ টি পয়েন্টে নাকা চেকিং করা হচ্ছে। নজরদারি চলছে ড্রোনের মাধ্যমেও। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানায় বিজেপি। কিন্তু, বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।