দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সংযোজন! “অগ্নি প্রাইম” মিসাইলের সফল উৎক্ষেপণ ওড়িশায়

বিশেষ প্রতিবেদন, ১৮ ডিসেম্বর:

দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে এবার বড়সড় সংযোজন ঘটলো। শত্রুদেশগুলিকে কড়া হুঁশিয়ারি দিয়ে দেশের সামরিক শক্তিকে একধাক্কায় অনেকটাই বাড়িয়ে নিল ভারত। শনিবার ওড়িশা উপকূলে “অগ্নি প্রাইম” মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (Defence Research and Development Organisation)। বালাসোরের এপিজে আবদুল কালাম দ্বীপে সকাল ১১ টায় এই পরীক্ষাটি করা হয়। এই প্রসঙ্গে  DRDO-র তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, “সকাল ১১টা ৬ মিনিটে DRDO এই মিসাইলের পরীক্ষা করে। টেলিমেট্রি, রাডার, ইলেক্ট্রো-অপটিক্যাল স্টেশন এবং পূর্ব উপকূলে অবস্থানরত ডাউনরেঞ্জ জাহাজগুলি ক্ষেপণাস্ত্রের গতিপথ ট্র্যাক এবং পর্যবেক্ষণ করে। মিসাইলটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে, সঠিক ভাবে মিশনের সমস্ত উদ্দেশ্য পূরণ করেছে।”

টুইট সৌজন্যে: এএনআই

জানা গিয়েছে যে, ১-২ হাজার কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম “অগ্নি প্রাইম”। এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত হালকা মিশ্র ধাতুতে তৈরি। ওজনে হালকা হওয়ার ফলে রেল বা সড়ক পথের বিশেষ সামরিক যান থেকে মিসাইলটি ছোঁড়া যাবে। পাশাপাশি, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এটি। এই ক্ষেপণাস্ত্রে অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। যার ফলে নিখুঁত ভাবে নিশানায় লক্ষ্যভেদে সক্ষম এই মিসাইল। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের ২৮ জুন প্রথমবার এই মিসাইলের সফল পরীক্ষা করেছিল ভারত। এই ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *