পিছিয়ে গেল সূর্যবংশী! প্রথমদিনেই ভারতে রেকর্ড বক্স অফিস কালেকশন স্পাইডারম্যানের

বিশেষ প্রতিবেদন, ১৮ ডিসেম্বর:

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে স্পাইডারম্যান সিরিজের নতুন ছবি “Spider-Man No Way Home”। এমনিতেই মার্ভেল স্টুডিয়োজের সিনেমা মানেই সিনেপ্রেমীরা চমক পেতে অভ্যস্ত থাকেন, এবারেও তার ব্যতিক্রম হয়নি। ভারতে থাকা মার্ভেলপ্রেমীরা তাই মুখিয়ে ছিলেন নতুন এই ছবির জন্য। যেই কারণে মার্ভেল স্টুডিয়োজ এবং সোনি পিকচার্স প্রযোজিত এই ছবি মুক্তির সাথে সাথেই একপ্রকার “বিস্ফোরণ” ঘটাচ্ছে বক্স অফিসে! মুক্তির প্রথম দিনেই ৩২ কোটি ৬৭ লক্ষ টাকার বক্স অফিস কালেকশন করেছে Tom Holland অভিনীত এই ছবি।

করোনা আবহে ধুঁকতে থাকা ভারতীয় বক্স অফিসে কিছুদিন আগেই রোহিত শেট্টি পরিচালিত এবং অক্ষয় কুমার অভিনীত “সূর্যবংশী” মুক্তির দিন ২৬ কোটি ২৯ লক্ষ টাকার বক্স অফিস কালেকশন করে চলতি বছরে রেকর্ড করেছিল। কিন্তু, সেই রেকর্ড একপ্রকার উড়িয়ে দিয়ে বিরাট ব্যবধানে নতুন রেকর্ড তৈরি করল স্পাইডারম্যান।

এই প্রসঙ্গে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ট্যুইট করে জানিয়েছেন যে, “কোনও ছুটির দিনে নয়, বৃহস্পতিবার মহারাষ্ট্রে মুক্তি পেয়েছে এই ছবি, যেখানে মহামারীর জন্য এখনও সিনেমা হলে মাত্র ৫০ শতাংশ দর্শক ঢুকতে পারছেন। ভারতের সব প্রান্তেই দারুণভাবে শুরু করেছে স্পাইডারম্যান। প্রথমদিনে নেট বক্স অফিস কালেকশন ৩২ কোটি ৬৭ লক্ষ টাকা। গ্রস কালেকশন ৪১ কোটি ৫০ লক্ষ টাকা।” পাশাপাশি, এই সিনেমা দর্শকদের হলমুখী করতেও অন্যতম ভূমিকা পালন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত উল্লেখ্য, Tom Holland ছাড়াও এই ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন Benedict Cumberbatch, Alfred Molina, Zendaya, Jamie Foxx এবং Willem Dafoe।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *