বিশেষ প্রতিবেদন, ১৯ ডিসেম্বর:
রবিবার চলছে কলকাতা পুরসভার “হাইভোল্টেজ” পুরভোট। এই আবহেই নির্বাচন কমিশনকে এবার সরাসরি অভিযোগের ভিত্তিতে কাঠগড়ায় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের জারি করা একটি বিজ্ঞপ্তি নিয়েই অভিযোগ তোলেন তিনি। ওই বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয় যে, ভোটকেন্দ্রের ভিতর কোনও প্রার্থী অথবা এজেন্টের পাশাপাশি কোনও ভোটদাতা নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করতে পারবেন না। তবে, শুধুমাত্র যারা “জেড প্লাস” ক্যাটেগরির নিরাপত্তা পান তারাই সাধারণ পোশাকে নিরাপত্তারক্ষীদের নিয়ে বুথের ভেতর প্রবেশ করতে পারবেন।
এই নির্দেশিকাকে প্রকাশ্যে এনেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে অভিযোগ করেন যে, “রাজ্য নির্বাচন কমিশন যে কালীঘাটের নির্দেশে চলছে, তা এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। কলকাতা পুরসভার ভোটদাতাদের মধ্যে ‘জেড প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা পান শুধুমাত্র পিসি এবং ভাইপো। তাঁদের জন্যই এই সুবিধা দেওয়া হচ্ছে।”