বিশেষ প্রতিবেদন, ২১ ডিসেম্বর:
পুরভোটেও এবার সবুজ ঝড়! গত রবিবারে সম্পন্ন হওয়া নির্বাচনের ফলাফল ঘোষণার দিন ছিল মঙ্গলবার। বেলা বাড়ার সাথে সাথেই তৃণমূলের জয় ক্রমশ নিশ্চিত হতে থাকে এদিন। ফলাফল অনুযায়ী, কলকাতা পুরভোটে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি, এই নির্বাচনে রীতিমতো রেকর্ড গড়েছে ঘাসফুল শিবির। প্রায় ১৩ শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে তাদের। উল্টোদিকে বিজেপি-র ভোট কমেছে প্রায় ২৩ থেকে ২৪ শতাংশ। উল্লেখযোগ্য ভাবে লড়াইতে ফিরেছে বামেরা। তাদের ভোট ৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১১.৪ শতাংশে।
এদিকে, ভোটের ফলাফল নিয়ে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট ব্যবধানে জয়ের প্রসঙ্গে তিনি জানিয়েছেন,”কলকাতার নাগরিকবৃন্দ যেভাবে ভোটে আমাদের সমর্থন করেছেন সেজন্য মা-মাটি-মানুষকে, আমার ভাই- বোনেদের প্রণাম, অভিনন্দন, সালাম জানাই। ভোটটাই হয়েছে উৎসবের মতো করে। এটাই মানুষ সবথেকে বেশি গণতন্ত্রে আশা করে। আমরা মা-মাটি-মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ। কলকাতা এবং বাংলাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি।”
পাশাপাশি, এই জয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। টুইট করে তিনি জানিয়েছেন,”বাংলার রাজনীতিতে যে ঘৃণা এবং হিংসার কোনও জায়গা নেই তা আরও একবার প্রমাণ করলেন কলকাতার মানুষ। এই বিপুল জয়ের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের উন্নতির জন্য আমরা আমাদের লক্ষ্যপূরণে স্থির থাকব।” প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের ফলাফলের পরেই কামাখ্যার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, আগামী ২৩ তারিখ মেয়র পদে কে বসবেন তা জানানো হবে বলে জানিয়েছেন তিনি।