বিশেষ প্রতিবেদন, ২২ ডিসেম্বর:
ছাত্রাবস্থায় প্রতিটি পড়ুয়ারই পছন্দের স্থান হয় কলেজ। পরবর্তীকালে জীবনে সফলতা লাভের পর অনেকেই কলেজের অবদান এবং কলেজকে ভালোবেসে আর্থিক অনুদানও করেন। কিন্তু, এবার ঘটলো এক অদ্ভুত ঘটনা! কলেজের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কলেজকে নগদ প্রায় ১.৩৫ কোটি টাকা (১ লক্ষ ৮০ হাজার ডলার) অনুদান পাঠালেন অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরই অবাক হয়ে যান সকলেই।
জানা গিয়েছে যে, গত সেপ্টেম্বর মাসে একটি বড় পার্সেল পান নিউইয়র্ক সিটি কলেজের অধ্যাপক বিনোদ মেনন। ২০২০ সালের নভেম্বরে ফ্লোরিডার পেনসাকোলা থেকে মার্কিন ডাকবিভাগের মাধ্যমে পার্সেলটি পাঠানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রধানের উদ্দেশ্যে। কিন্তু, করোনার প্রাবল্য থাকায় দীর্ঘ কয়েক মাস ধরে কলেজের মেল রুমেই পড়ে ছিল এই বিপুল টাকা ভর্তি বাক্স। অদ্ভুত ভাবে বাক্সে কোনো নাম না থাকলেও একটি চিঠি পাওয়া যায়। তাতে লেখা ছিল যে, “আমার জীবনে সিটি কলেজের অবদান অনস্বীকার্য। সেই কৃতজ্ঞতা থেকেই আমি কলেজকে পাল্টা কিছু দিতে চাই।”
অদ্ভুত এই ঘটনায় স্বাভাবিকভাবেই চমকে যান অধ্যাপক থেকে ছাত্র সকলেই। মনে করা হচ্ছে যে, কলেজের প্রতি আবেগ, ভালবাসা ও কৃতজ্ঞতা জানিয়েই আড়াল থেকে কোনো সফল প্রাক্তনী এই ঘটনা ঘটিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, সাফল্যের নিরিখে সিটি কলেজ অব নিউ ইয়র্ক যথেষ্ট এগিয়ে। এখনও পর্যন্ত এই কলেজের মোট ১৩ জন প্রাক্তনী নোবেল প্রাইজ পেয়েছেন। যার মধ্যে ৩ জন পদার্থবিদ্যা বিভাগের।