বিশেষ প্রতিবেদন, ২৩ ডিসেম্বর:
আগামী বছরের আইপিএলে থাকছে একের পর এক চমক! এমনিতেই পরের মরশুম থেকে আট দলের পরিবর্তে দশটি দল অংশগ্রহণ করতে চলেছে এই টুর্নামেন্টে। যেই কারণে সবকটি দলই নিজেদের ঢেলে সাজাচ্ছে। খেলোয়াড় থেকে শুরু করে কোচ সমস্তক্ষেত্রেই রদবদল করছে টিমগুলি। সেখানেই নতুন চমক আনছে সানরাইজার্স হায়দ্রাবাদ! এবার হায়দ্রাবাদের ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে। ক্রিকেটীয় জীবন থেকে অবসর নেওয়ার পর বেশিরভাগ সময়ই ধারাভাষ্যকার হিসেবে দেখা গিয়েছে তাঁকে। তবে, এই প্রথম আইপিএলের কোচ হিসেবেও দায়িত্ব নিতে চলেছেন তিনি।
পাশাপাশি, সানরাইজার্স হায়দ্রাবাদের হেড কোচ হিসেবে দেখা যাবে টম মুডিকে। তাঁর কোচিংয়েই ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স। সহকারী কোচ হিসেবে থাকছেন সাইমন কাটিচ। শ্রীলঙ্কান তারকা মুথাইয়া মুরলীধরন থাকছেন, স্পিন বোলিং কোচ হিসেবে। পেস বোলিং কোচের দায়িত্বে থাকছেন ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া তথা হায়দ্রাবাদের প্রাক্তন খেলোয়াড় ডেল স্টেইন। ফিল্ডিং কোচ এবং স্কাউটিংয়ের দায়িত্বে থাকছেন হেমঙ্গ বাদানি।