“প্রতি ৬ মাস অন্তর দিতে হবে রিপোর্ট কার্ড”, নতুন কাউন্সিলরদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বিশেষ প্রতিবেদন, ২৩ ডিসেম্বর:

ফের কলকাতার মেয়র পদের দায়িত্ব পেলেন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই মেয়র পদের জন্য ফের ফিরহাদের নাম উঠে আসে। বৈঠক শেষে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মেয়র, ডেপুটি মেয়র এবং মেয়র পারিষদদের নাম ঘোষণা করেন। ডেপুটি মেয়র পদে থাকছেন অতীন ঘোষ। এর আগেও এই দায়িত্ব সামলেছেন তিনি। পুরসভার চেয়ারপার্সন হিসেবে থাকছেন মালা রায়। নতুন তালিকায় মেয়র পারিষদে পুরোনদের মধ্যে বাদ গেলেন শুধুমাত্র স্বপন সমাদ্দার ও রতন দে। অপরদিকে ফের নিজেদের দায়িত্বে ফিরে এলেন জীবন সাহা, দেবাশিষ কুমার, তারক সিং, সন্দীপ বক্সী, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্যায়, রাম পেয়ারে রাম, মিতালী বন্দ্যোপাধ্যায়,  ও দেবব্রত মজুমদার।

দ্বিতীয়বার মেয়রের পদে ফিরহাদ হাকিম

এদিকে, নতুন কাউন্সিলরদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ”হাতে ৫ বছর আছে বলে কখনই কাজ ফেলে রাখা যাবে না। প্রতি ছয় মাসে রিপোর্ট কার্ড দিতে হবে৷ কাজ না পারলে দল ও সরকার দেখবে৷ এখানে কোনও ব্যক্তিগত লবি নেই। তৃণমূলে একটাই লবি দল। একটাই নেতা মা-মাটি-মানুষ’’ পাশাপাশি, পুরভোটে বিপুল জয়লাভের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে, “১৩৪ জনকেই অভিনন্দন। বিরোধীদের যারা জিতেছে, তাদেরও স্বাগত জানাচ্ছি। অনেক অপপ্রচার হয়েছে, তবু সাধারণ মানুষ আমাদের ওপর বিশ্বাস রেখেছেন। তাঁদেরই জয় উৎসর্গ করছি। এবারের কর্মযজ্ঞে দশ বছরের থেকেও বেশি কাজ করতে হবে।”

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *