বিশেষ প্রতিবেদন, ২৩ ডিসেম্বর:
করোনার নয়া স্ট্রেন ওমিক্রনকে ঘিরে ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সংক্রমণের রাশ টানতে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থাও। কিন্তু, তাও প্রতিদিনই নিজের দাপট দেখাচ্ছে করোনার নয়া স্ট্রেন। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে ২১৩ জন আক্রান্ত হয়েছেন ওমিক্রনে। দিল্লি এবং মহারাষ্ট্রে ক্রমশ প্রভাব বিস্তার করছে ওমিক্রন।
এদিকে, রাজ্যে বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে,গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৪ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৪৪০। এরমধ্যে গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ২০৬ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৭৩। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ৮ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১২। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৯৬ জন।
আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২৮ হাজার ৪৬৪। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৩৫ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৪২ জন। গত একদিনে মোট ৩৬ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।