বিশেষ প্রতিবেদন, ২৪ ডিসেম্বর:
ভোটের মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াইতে নাম লিখিয়েছিলেন তিনি। বেশ ঘটা করেই মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রচারও সেরেছিলেন জোরকদমে। একপ্রকার জয় নিয়ে নিশ্চিত থাকার পরও ফলাফল ঘোষণার পর দেখা গেল তিনি পেয়েছেন মাত্র একটি ভোট। আর সেটাও তাঁর নিজেরই! এমতাবস্থায় হাউমাউ করে কেঁদে ফেললেন প্রার্থী। ঘটনাটি ঘটেছে গুজরাতের বাপি জেলায়।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, চারওয়ালা গ্রামের বাসিন্দা সন্তোষ হালপাতি পঞ্চায়েত প্রধান পদের জন্য ভোটে অংশগ্রহণ করেছিলেন। সেই অনুযায়ী মনোনয়নও জমা দিয়েছিলেন তিনি। ভোটের পর গত মঙ্গলবার গুজরাতের রাজ্য নির্বাচন কমিশন মোট ৬ হাজার ৪৮১ টি গ্রাম পঞ্চায়েতের ফল ঘোষণা করে। আর তারপরেই দেখা যায় যে, নিজেরই একটিমাত্র ভোট পেয়েছেন সন্তোষ। গ্রামের মানুষের পাশাপাশি প্রতিবেশীরা তো দূর, তাঁর পরিবারের ১২ জন সদস্যের কেউই তাঁকে ভোট দেননি। আর এই ঘটনাতেই সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন তিনি। গণনাকেন্দ্রের সামনেই হাউমাউ করে কাঁদতে দেখা যায় সন্তোষকে!