বিশেষ প্রতিবেদন, ২৬ ডিসেম্বর:
দেশজুড়ে ক্রমশ চোখ রাঙাচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে সমস্ত রাজ্যকে সতর্কবার্তা পাঠানো হলেও কিছুতেই কমছে না সংক্রমণ! সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪১৫ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। আর এই সংখ্যাই এখন চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের।
রাজ্যেও আক্রান্তের সংখ্যা রয়েছে সাড়ে পাঁচশো’র উপরেই! স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭১১ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩০ হাজার ৮২। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৩৬ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৫৮ জন। গত একদিনে মোট ৩২ হাজার ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।