“আত্মনির্ভর ভারত” গড়ার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টায় মহতী অনুষ্ঠান সম্পন্ন হল দশগ্রামে

নিজস্ব প্রতিবেদক, ৩১ জানুয়ারি:

মহামারীর আবহে জর্জরিত গোটা বিশ্ব। পাশাপাশি, এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতেও। ইতিমধ্যেই ভয়াবহ এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। এমতাবস্থায়, দেশের মানুষকে “আত্মনির্ভর” হওয়ার জন্য উৎসাহীত করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এবার সেই মন্ত্রকে সামনে রেখেই নেহেরু যুব কেন্দ্র এবং পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত দশগ্রামের সম্মিলিত সংঘের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল একটি মহতী অনুষ্ঠান।

বর্তমান যুবসমাজকে নতুন নতুন কাজে উদ্যোগী করা এবং মহিলাদের স্বনির্ভর গড়ে তোলার লক্ষ্য নিয়েই সম্পন্ন হয় সমগ্র অনুষ্ঠানটি। গত রবিবার অর্থাৎ ৩০ জানুয়ারি, দশগ্রাম কাচারী বাগান সংলগ্ন এলাকার মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হয় এটি। এলাকার বিশিষ্ট জনের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্রের কো-অর্ডিনেটর নন্দন মান্না, দশগ্রাম অনুরণন আইটিআইর ডিরেক্টর তরুণ মাইতি, দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদনের শিক্ষক সঞ্জয় পণ্ডা, বিশিষ্ট সমাজসেবী নন্দন নায়েক সহ একাধিক জন।

প্রত্যেকেই তাঁদের সুচিন্তিত মত প্রকাশের মাধ্যমে সমগ্র বিষয়টি দর্শকদের সামনে তুলে ধরেন। গ্রামীণ এলাকাতেও যে বিভিন্ন সরকারি অনুদানের মাধ্যমে একাধিক উপার্জনশীল উদ্যোগ নেওয়া যেতে পারে সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরেন বিশিষ্টজনেরা। এই প্রসঙ্গে দশগ্রাম সম্মিলিত সংঘের সম্পাদক সুখেন্দু পণ্ডা জানিয়েছেন যে, “এই অনুষ্ঠানে সকলের সাড়া পেয়ে আমরা অভিভূত। পরবর্তীকালেও যুবসমাজকে কর্মদ্যোগী করে তুলতে এইরকম মহতী অনুষ্ঠানের আয়োজন করব আমরা।”

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *