গলায় টিউমার মদনের! কথা বলতে হচ্ছে অসুবিধাও, বৃহস্পতিবার হতে পারে অস্ত্রোপচার

বিশেষ প্রতিবেদন, ৯ মার্চ:

এবার স্বরযন্ত্রে সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি হয়েছেন কামারহাটির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। তাঁর গলায় টিউমার রয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, অস্ত্রোপচারও করা হবে তাঁর। বৃহস্পতিবারই অপারেশন হতে পারে মদনের।

ইতিমধ্যেই এনিয়ে গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। সেই বোর্ডে রয়েছেন নাক-কান-গলা বিশেষজ্ঞ অরুণাভ সেনগুপ্ত ও ডি ঘোষ। এছাড়াও চেস্ট মেডিসিনের সোমনাথ কুণ্ডু, অ্যানাস্থেসিওলজির এ লাহা ও দেবব্রত দাস, এন্ডোক্রিনোলজির শুভঙ্কর চৌধুরী, মেডিসিনের সৌমিত্র ঘোষ এবং কার্ডিওলজির সরোজ মণ্ডল থাকছেন ওই বোর্ডে।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয় মদন মিত্রকে। উডবার্ন ওয়ার্ডে ভরতি হন তিনি। ইতিমধ্যেই বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে তাঁর। রক্তপরীক্ষার পাশাপাশি করা হয়েছে করোনা টেস্টও।

এদিকে, হাসপাতালে ভর্তির আগে মদন জানান যে, ”ভোকাল কর্ডে অনেকদিন ধরেই সমস্যা হচ্ছিল। আমি চেপে রেখেছিলাম এই বিষয়টাকে। কিন্তু এখন সমস্যাটা বেড়েছে। কথা বললে কাকের মত আওয়াজ বের হচ্ছে। তাই নিজে থেকেই ভর্তি হচ্ছি হাসপাতালে।”

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *