বিশেষ প্রতিবেদন, ১০ মার্চ
জীবন সত্যিই অনিশ্চিত! কার জীবনে যে কখন কি বিপদ নেমে আসবে তা জানেন না কেউই। তবে, নদীয়ার এই ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছেন সকলে। মেয়েকে সাইকেল শেখাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন বাবা-মেয়ে দু’জনেই।
জানা গিয়েছে যে, বাড়ির কাছেরই একটি মাঠে নদীয়ার হাঁসখালি থানার বেতনা এলাকার বাসিন্দা কৃষ্ণ সাহা সাইকেল শেখাতে নিয়ে গিয়েছিলেন দশ বছরের মেয়ে পিউ সাহাকে। কিন্তু, সেখানেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। মাঠে সাইকেল শেখাকালীন সেখানে একটা গাড়িও ঘুরছিল। অভিযোগ উঠছে যে, হঠাৎই ওই গাড়িটি বাবা-মেয়েকে ধাক্কা মারে। যার ফলে গুরুতর চোট পেয়ে তৎক্ষণাৎ মাঠে পড়ে যান তাঁরা।
এদিকে, এই ঘটনার পর তাঁদের দ্রুত হাসখালি হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখান থেকে কৃষ্ণনগর জেলা শক্তিনগর হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাণ হারান কৃষ্ণ সাহা এবং তাঁর মেয়ে পিউ। এহেন মর্মান্তিক ঘটনায় কার্যত ভাষা হারিয়েছেন পরিবারের সদস্যরা। একসাথে বাবা-মেয়ের নিথর দেহ ফিরে আসে বাড়িতে। সাইকেল শিখতে গিয়ে এই মর্মান্তিক পরিণতি মানতে পারছেন না কেউই! পাশাপাশি, দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন সবাই। পুরো ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাতেও।