সম্বর হরিণ মেরে চলছিল বিরাট ভোজের পরিকল্পনা! বন দফতরের কর্মীরা ভেস্তে দিলেন আয়োজন

বিশেষ প্রতিবেদন, ১০ মার্চ:

সম্বর হরিণ মেরে বিরাট ভোজের আয়োজন করা হয়েছিল বস্তিতে! কিন্তু, সেই মহাভোজের আয়োজন বানচাল করে দিলেন বন দফতরের কর্মীরা। শুধু তাই নয়, এই ঘটনায় ১৪ কেজি সম্বর হরিণের মাংস সহ মোট দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন মেটেলি ব্লকের দক্ষিণ ইংডং বস্তিতে।

জানা গিয়েছে যে, জঙ্গল থেকে সম্বর হরিণ মেরে বস্তির মধ্যে মাংস রান্না করা হচ্ছিল। পাশাপাশি, চোমে ওঁরাও ও রানথু ওঁরাও নামের দুই ব্যক্তির বাড়ি থেকে সম্বরের মাংস বণ্টন করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। আর তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওই দু’জনকে।

এই প্রসঙ্গে গরুমারা উত্তরের রেঞ্জ অফিসার সুদীপ দে জানিয়েছেন যে, “বুধবার গোপন সুত্রে খবর পেয়ে বনদফতরের কর্মীরা ওই বস্তিতে অভিযান চালান। সেখান থেকে মোট দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে মোট ১৪ কেজি মাংস। তার মধ্যে ১০ কেজি মাংস অর্ধেক রান্না করা ছিল এবং বাকি মাংস কাঁচা ছিল।”

এদিকে, হোলির বা দোল উৎসবের শুরুতেই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে জঙ্গলে শিকার করার একটা রেওয়াজ আছে। কিন্তু, সেই রেওয়াজ এখন অনেকটাই কমিয়ে আনা হলেও দোলের ঠিক আগেই মাংস সমেত দুই ব্যক্তির গ্রেফতারির ঘটনায় ফের বনদফতরের কর্মী ও আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। এছাড়াও, এদিনের ঘটনা প্রকাশ্যে আসার পর জঙ্গলে শিকার করা যে পুরোপুরি এখনও বন্ধ হয়নি, তা আরও একবার প্রমাণিত হল।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *