বিশেষ প্রতিবেদন, ১১ মার্চ:
বিরল রোগ অনোমাটোম্যানিয়ায় আক্রান্ত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। অদ্ভুত এই রোগের উপসর্গ গুলিও অবাক করে দেওয়ার মত! চিকিৎসকদের মতে, অনোমাটোম্যানিয়া হল এমন এক অবস্থা যেখানে একজন ব্যক্তি নির্দিষ্ট কিছু শব্দ, বাক্য বা গোটা একটা লাইন ক্রমাগত বলতে থাকেন। তবে, এখানেই শেষ নয়, এর জেরে সংশ্লিষ্ট ব্যক্তি যে কাজটি করতে ভালবাসেন, সেটাই ক্রমাগত করতে থাকেন বিনা বিশ্রাম নিয়েই।
সম্প্রতি নাসিরুদ্দিন নিজেই সংবাদমাধ্যমকে এই বিরল রোগে আক্রান্ত হওয়ার প্রসঙ্গ জানিয়েছিলেন। সেখানে তিনি বলেন যে, “সারাদিন ধরে একই শব্দ, একই বাক্য এমনি এমনিই বলে চলেছি। এমনকী, রাতে ঘুমের সময়ও একই অবস্থা। এর কারণে ঠিকঠাক ঘুমোতেও পারছি না। আবার যে কাজটা করতে ভালবাসি, সেটাই একনাগাড়েই করে চলেছি।”
এই প্রসঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন যে, অনোমাটোম্যানিয়ার সেভাবে কোনো ওষুধ নেই। বরং এই ধরনের মানসিক পরিস্থিতি হলে নিজে থেকে উদ্যোগ নিয়েই সমস্যা দূর করতে হয়। সেক্ষেত্রে সবার সাথে মেলামেশা, আড্ডা এবং ভাল ঘুম দরকার। তবে, এটির মাত্রা যদি বেড়ে যায়, তা অবশ্যই উদ্বেগের কারণ হতে পারে।