গত ২ মাস আগে দেহে প্রতিস্থাপিত হয়েছিল শুয়োরের হৃৎপিণ্ড! এবার প্রাণ হারালেন ওই ব্যক্তি

বিশেষ প্রতিবেদন, ১১ মার্চ:

বাঁচিয়ে রাখতে তাঁর শরীরে প্রতিস্থাপিত করা হয়েছিল শূকরের হৃৎপিণ্ড। আর তাতে মিলেছিল সাফল্যও। কঠিন অপারেশনের পর তিনি ক্রমশ হচ্ছিলেন সুস্থ। কিন্তু, শেষরক্ষা আর হল না। গত ৮ মার্চ জীবনযুদ্ধে হেরে গেলেন ৫৭ বছরের ডেভিড বেনেট নামের ওই ব্যক্তি।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার দুনিয়ায় কার্যত হইচই পড়ে গিয়েছিল। কারণ, ওইদিনই সফলভাবে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল মানুষের দেহে। স্বাভাবিকভাবেই, এই ঘটনায় নজর ছিল সবার। পাশাপাশি, বিরল এই প্রতিস্থাপনের মধ্য দিয়ে চিকিৎসাজগতেও জুড়েছিল নতুন পালক।

তবে, মাত্র দু’মাসের মধ্যেই দুর্ভাগ্যজনক ভাবে প্রাণ হারালেন ডেভিড বেনেট। ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সিস্টেম এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, “বেশ কয়েক দিন আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। যখন স্পষ্ট হয়ে যায় যে তিনি আর সুস্থ হবেন না, তখন তাঁকে বিশেষ যত্নে রাখা হয়েছিল। তিনি তাঁর শেষ সময়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। গত ৮ মার্চ প্রাণ হারান তিনি।” তবে, ডেভিডের পুত্র এই অস্ত্রোপচার এবং বাবার যত্নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *