বিশেষ প্রতিবেদন, ১৬ মার্চ:
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে জর্জরিত সকলেই। পাশাপাশি, লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি এবং ভোজ্য তেলের দামও। যার ফলে কার্যত আগুন লেগেছে মধ্যবিত্তদের হেঁসেলে। এমতাবস্থায়, বিয়ে বাড়ির অনুষ্ঠানে নবদম্পতিকে উপহার হিসেবে ভোজ্য তেল দিয়ে সবাইকে চমকে দিলেন এক যুবক!
এমনিতেই বিয়ে বাড়ি মানেই সেখানে থাকে বিভিন্ন উপহারের চমক। তবে, প্রথাগত ভাবে সবাই এই আনন্দ অনুষ্ঠানে ঘর সাজানোর সামগ্রী, শাড়ি, গয়নাগাটি-এসবই উপহার দিয়ে থাকেন। কিন্তু, কখনও শুনেছেন যে, নবদম্পতিকে কেউ কখনও ভোজ্য তেল উপহার হিসেবে দিয়েছেন? শুনতে অদ্ভুত মনে হলেও ঠিক এইরকমই এক ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে যে, দিন কয়েক আগেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মহম্মদ মোস্তফা আলম সোহাগের বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে ৫ লিটার ভোজ্য তেল উপহার দিয়েছেন সেখানকার এক জাতীয় দৈনিকের প্রতিনিধি মুরাদ মৃধা। আর এই উপহার দেখেই চমকে গিয়েছেন সকলে। উল্লেখ্য যে, বাংলাদেশে বর্তমানে ভোজ্য তেল ২০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এই প্রসঙ্গে মুরাদ জানিয়েছেন যে, “দেশে যে হারে ভোজ্য তেলের দাম বেড়েছে তাতে সাধারণ মানুষ সংকটে পড়েছেন। তাই উপহার হিসেবে ভোজ্য তেল দেওয়াটা আমার কাছে একটি মৌন প্রতিবাদ।”