বিশেষ প্রতিবেদন, ২৫ মার্চ:
অল্পের জন্য বড় পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে যে, গত বুধবার দুপুরে বাঁকুড়ার একটি কলেজে অনুষ্ঠান করতে যাচ্ছিলেন সুরজিৎ। সঙ্গে ছিলেন তাঁর ব্যান্ড “সুরজিৎ ও বন্ধুরা”-র সদস্যরাও। মোট দু’টি গাড়িতে করে গন্তব্যস্থলে রওনা হওয়ার পর শক্তিগড়ের কাছে এসে পৌঁছলে দুটি গাড়ির মধ্যে একটির পিছনে এসে ধাক্কা মারে একটি ট্রাক।
এদিকে, এই ঘটনায় তাঁদের কোনো সদস্যের আঘাত না লাগলেও গাড়ির পিছনের অংশটি প্রায় দুমড়ে মুচড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রসঙ্গে ফেসবুকে সুরজিৎ সবাইকে আশ্বস্ত করে জানিয়েছেন, “প্রিয় বন্ধুরা, গতকাল বাঁকুড়া যাওয়ার পথে আমরা এক দুর্ঘটনার কবলে পড়ি। কিন্তু সকলের আশীর্বাদে ‘সুরজিৎ ও বন্ধুরা’ দলের সবাই ভাল আছেন। আমরা সবাই নিরাপদে আছি এবং নিরাপদে বাড়ি ফিরে এসেছি। সকলকে ধন্যবাদ।”
ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে পৌঁছে যায় শক্তিগড় থানার পুলিশ। ওই ট্রাকটি খালাসি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। শেষে পুলিশের সহযোগিতাতেই অন্য গাড়ির ব্যবস্থার মাধ্যমে কলেজের অনুষ্ঠানে পৌঁছতে সক্ষম হন শিল্পীদের দল। যদিও, তাঁরা যে বরাতজোরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তা জানিয়েছেন সুরজিৎ। গায়কের মতে, হতে পারত অনেক কিছুই। কিন্তু সৌভাগ্যবশত কিছু হয়নি। আমরা সাধারণত দুটি গাড়িতে যাই। হঠাৎ দেখি অন্য গাড়িটায় এসে একটা ট্রাক ধাক্কা মারল।