বিশেষ প্রতিবেদন, ২৭ মার্চ:
আজ থেকে ঠিক দু’বছর আগে অর্থাৎ করোনা মহামারীর এক্কেবারে প্রথম দিকে দেশের জনগণকে থালা বাজানোর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনায় রীতিমত সাড়া পড়ে গিয়েছিল দেশজুড়ে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও বয়ে যায় মিমের বন্যা। তবে, এবার কিছুটা হলেও সেই পথেই হাঁটছে কংগ্রেসও।
জানা গিয়েছে যে, ক্রমশ ঊর্ধ্বমুখী জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে এবার অভিনব পন্থা নিয়েছে কংগ্রেস। আগামী বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দেশ জুড়ে ঘণ্টা-কাসর বাজানোর ডাক দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। পাশাপাশি, তারা দাবি জানিয়েছে যে, কেন্দ্রীয় সরকার মানুষকে যেভাবে বোকা বানাচ্ছে, তা দ্রুত বন্ধ হওয়া দরকার৷ এই প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা দিল্লিতে জানিয়েছেন, “আগামী ৩১ মার্চ সকাল এগারোটা থেকে মানুষ তাঁদের ঘরের বাইরে এবং অন্যান্য জায়গায় সিলিন্ডারের গায়ে মালা পরিয়ে কাসর-ঘণ্টা বাজিয়ে প্রতিবাদ করবেন৷ যাতে অস্বাভাবিক মূল্যূবৃদ্ধির ফলে সাধারণ মানুষের সমস্যার কথা বিজেপি সরকারের কানে যায়৷” পাশাপাশি, কংগ্রেস মুখপাত্র শামা মহামেদ ট্যুইটারে বলেন, “নির্লজ্জ ভাবে মানুষকে বোকা বানানো এবার বন্ধ করতেই হবে!”