বিশেষ প্রতিবেদন, ২৯ মার্চ:
বিধ্বংসী আগুনের করাল গ্রাসের শিকার রাজস্থানের সরিস্কা ব্যাঘ্র প্রকল্প। সংশ্লিষ্ট আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে যে, প্রায় ১৮০০ টি ফুটবল মাঠের সমান আয়তনবিশিষ্ট এলাকায় ভয়াবহ আগুন জ্বলছে। আপাতত ভারতীয় বায়ুসেনার দু’টি এমআই-১৭ ভি ফাইভ হেলিকপ্টার আগুনের গ্রাসে চলে যাওয়া অঞ্চলের উপর জলবর্ষণ করে চলেছে। গত সোমবার থেকেই প্রায় ১০ বর্গকিমি অঞ্চল জুড়ে এই বিধ্বংসী আগুন লাগে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই ব্যাঘ্র প্রকল্পের যে অংশে আগুন লেগেছে, সেটি মূলত বাঘিনী এসটি-১৭-এর এলাকা। অরণ্যের এই অংশেই সে তার দুই শাবককে নিয়ে ঘুরে বেড়ায় বলে জানিয়েছেন আধিকারিকরা। এমতাবস্থায়, দমবন্ধ হয়ে আসতে পারে বাঘগুলির। এছাড়াও, এই ব্যাঘ্র প্রকল্পে প্রায় ২০ টি বাঘ রয়েছে বলেও জানা গিয়েছে।
বর্তমানে, বনদফতরের কর্মীদের পাশাপাশি দমকল কর্মী সহ অন্তত ২০০ জন স্থানীয় বাসিন্দা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। কিন্তু পাহাড়ের উপরিভাগে আগুন লাগায় সমস্যা হচ্ছে নেভানোর কাজে। আপাতত, ৪৩ কিমি দূরে থাকা সিলিসেরহ সরোবর থেকে জল এনে ব্যাঘ্র প্রকল্পের উপরে বর্ষণ করছে বায়ুসেনার হেলিকপ্টার।