অনন্য সম্মান গোল্ডেন বয়ের! এবার পদ্মশ্রী পেলেন অলিম্পিকে সোনা জয়ী অ্যাথলিট নীরজ চোপড়া

বিশেষ প্রতিবেদন, ২৯ মার্চ:

এবার ফের অনন্য সম্মানে ভূষিত হলেন অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। তাঁকে পদ্মশ্রী পুরস্কারের মাধ্যমে সম্মানিত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর আগে চলতি বছর জানুয়ারি মাসে রাষ্ট্রপতির হাত থেকেই পরম বিশিষ্ট সেবা পদক পেয়েছিলেন নীরজ। তারপরেই তিনি ভূষিত হলেন পদ্মশ্রী-তে।

গত শনিবার সন্ধ্যায় রাইসিনা হিলসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নীরজের হাতে তুলে দেন ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের ৭ আগস্ট জীবনের প্রথম অলিম্পিকেই জ্যাভলিনে সোনা ছিনিয়ে নেন নীরজ। পাশাপাশি, তিনি তৈরি করেন সাফল্যের নতুন ইতিহাসও। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে শুটিংয়ে সোনা পান অভিনব বিন্দ্রা। তার ঠিক ১৩ বছর পর ফের ব্যক্তিগত ইভেন্টে সোনা হাসিল করেন নীরজ।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *