গদি ছাড়তে নারাজ পাক প্রধানমন্ত্রী! জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ইমরান খান

বিশেষ প্রতিবেদন, ৩১ মার্চ:

পাকিস্তানের রাজনীতি দিন দিন সরগরম হয়ে উঠছে। বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। এমনকি, সে দেশের সেনাবাহিনীর সাথে ক্রমশ দূরত্ব বাড়ছে তাঁর। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল যে, গত রবিবার ইসলামাবাদে অনুষ্ঠিত একটি জনসভাতেই হয়ত ইস্তফা দেবেন ইমরান। কিন্তু, সেই পথে হাঁটেননি তিনি। বরং, তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে, এখনই কার্যত গদি ছাড়তে নারাজ পাক প্রধানমন্ত্রী।

যদিও, রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ বিপক্ষে যাচ্ছে তাঁর। ইতিমধ্যেই ইমরানের পিটিআই সরকার সংসদের নিম্নকক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এমতাবস্থায়, পাক সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, এবার জরুরি অবস্থা জারি করার কথা ঘোষণা করতে পারেন ইমরান খান।এছাড়াও, পাক প্রধানমন্ত্রী মনে করেছেন যে, তিনি Foreign Conspiracy-শিকার হয়েছেন। এমনকি, পাকিস্তানে তাঁর সরকারকে নামিয়ে দেওয়ার জন্য অনেকেই বিদেশি তহবিলের সাহায্য নিচ্ছেন বলে বিস্ফোরক অভিযোগ জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে ইমরান জানিয়েছেন, “আমার কাছে এর প্রমাণ রয়েছে। একটি চিঠি রয়েছে আমার কাছে। যা থেকে প্রমাণ হয়ে যাবে, সরকার ফেলার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি সেই চিঠি দেখাব প্রবীণ সাংবাদিকদের।”

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *