বিরাট ক্ষতির মুখে Reliance Jio! শুধুমাত্র জানুয়ারিতেই ৯৩ লক্ষ গ্রাহক হারিয়েছে সংস্থা

বিশেষ প্রতিবেদন, ১ এপ্রিল:

২০১৬ সালে ভারতের অন্যতম বিজনেস টাইকুন মুকেশ আম্বানি দেশে চালু করেন নতুন এক টেলিকম সংস্থা। যার নাম দেওয়া হয় Reliance Jio। মাত্র কয়েকদিনের মধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে এই সংস্থাটি। এমনকি, একটা সময়ে এটি টেক্কা দিতে থাকে বাকিদেরও। তবে, এবার পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে।

পরিসংখ্যান অনুযায়ী ক্রমশ স্পষ্ট হয়ে গিয়েছে যে, যত দিন যাচ্ছে ততই গ্রাহক হারাচ্ছে Reliance Jio। এমনিতেই গত ডিসেম্বর নাগাদ বেশ কয়েক লক্ষ গ্রাহক মুখ ফিরিয়ে নেয় এই সংস্থা থেকে। যদিও, সেই রেশ বজায় রেখেই জানুয়ারি মাসের যে রিপোর্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে ৯৩ লক্ষেরও বেশি গ্রাহক হারিয়েছে মুকেশ আম্বানির এই সংস্থা।

এই প্রসঙ্গে Telecom Regulatory Authority of India (TRAI)-এর তরফে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে যে, বর্তমানে Jio-র গ্রাহক সংখ্যা হল প্রায় ৪০৪.৬ মিলিয়ন। যদিও, ওয়ারলেস নেটওয়ার্কে Jio গ্রাহক সংখ্যা হারালেও Wireline কানেকশনে প্রচুর সংখ্যক গ্রাহক যুক্ত করেছে Jio। জানুয়ারি মাসে প্রায় ৩ লক্ষ ৮ হাজার ৩৪০ টি নতুন কানেকশন যুক্ত করা হয়েছে। এদিকে, Jio-র মত গ্রাহক হারিয়েছে Vodafone Idea-ও! জানা গিয়েছে, গত জানুয়ারিতে ৩ লক্ষ ৮৯ হাজার ৮২ জন গ্রাহক হারিয়েছে এই সংস্থা। তবে, উল্লেখযোগ্য বিষয় হল শুধুমাত্র জানুয়ারি মাসেই ৭ লক্ষ ১৪ হাজার ১৯৯ জন নতুন গ্রাহক যোগ করেছে Airtel।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *