বিশেষ প্রতিবেদন, ১ এপ্রিল:
এবার বড়সড় কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের একমাত্র বিমানবন্দর বাগডোগরা। জানা গিয়েছে যে, এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া রানওয়ে মেরামতের সিদ্ধান্ত নেওয়ায় সাময়িক ভাবে বন্ধ থাকছে এই এয়ারপোর্ট। এদিকে, গত মার্চ মাসেই ২ দিন বিমান ওঠা-নামা বন্ধ হয়ে গিয়েছিল বাগডোগরা বিমানবন্দরে।
জানা গিয়েছে যে, গত ১৫ মার্চ সকালে মাত্র দু’টি বিমান নামার পরই এই বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দেয়। তারপরে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল। সাত ঘণ্টার পর বিমান পরিষেবা স্বাভাবিক হলেও ফের গত ২২ মার্চ মাঝারি বৃষ্টির পর প্রথমে জল জমে যায় রানওয়েতে। তারপরেই ফের দেখা যায় ফাটল।
এমতাবস্থায়, রানওয়ে মেরামতের কাজের জন্য আগামী ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর। এদিকে, বর্তমানে এই বিমানবন্দরে প্রতিদিন প্রায় ৩৬ টি বিমান ওঠানামা করে। পাশাপাশি, যাত্রী সংখ্যাও থাকে প্রায় আট হাজারের কাছাকাছি। এমতাবস্থায়, পর্যটনের মরশুম থাকায় যাত্রীদের ভিড়ও পরিলক্ষিত হচ্ছিল এখন। তবে, এবার আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে এই বিমানবন্দর।