বিশেষ প্রতিবেদন, ১৮ এপ্রিল:
অসহনীয় গরম থেকে এবার স্বস্তি পেতে চলেছে রাজ্যবাসী। অবশেষে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। জানা গিয়েছে যে, চলতি সপ্তাহেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশে ঝেঁপে বৃষ্টি নামতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ তারিখ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া এবং বীরভূমে সোমবার রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে, আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদার মত উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা।
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এছাড়াও, সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাশাপাশি, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৯ শতাংশ।