জন্মানোর পরেই সদ্যজাত সন্তানের মৃত্যু! শোকে ভেঙে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বিশেষ প্রতিবেদন, ১৯ এপ্রিল:

গত শনিবারই নরউইচের বিরুদ্ধে হ্যাটট্রিক করে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছিলেন তিনি। পাশাপাশি ওই ম্যাচে জয়লাভও করে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু, তারপরেই পতুর্গিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবনে নেমে এল বিষাদের ছায়া। সদ্যজাত পুত্রসন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়লেন সিআর সেভেন।

গত বছর অক্টোবর মাসে রোনাল্ডো এবং তাঁর বান্ধবী জর্জিনা ঘোষণা করেছিলেন যে তাঁদের জীবনে এবার যমজ সন্তান আসতে চলেছে। দু’জনে হাসপাতালের ছবিও শেয়ার করেছিলেন। কিন্তু, এই দুই সন্তানের প্রসবের সময়েই পুত্রসন্তানের মৃত্যু হয়। তবে কন্যাসন্তান আপাতত সুস্থ রয়েছে।

সোমবার সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো নিজেই এই খবর সামনে এনেছেন। ইনস্টাগ্রামে একটি মর্মস্পর্শী পোস্ট করে তিনি জানিয়েছেন, “আজ আমরা চূড়ান্ত শোকাহত। আমাদের সদ্যজাত পুত্র সন্তান মারা গিয়েছে। একজন বাবা-মা’ই এই কষ্টটা সবচেয়ে বেশি অনুভব করতে পারবেন। তবে একমাত্র কন্যা সন্তানের বেঁচে যাওয়াটাই আপাতত আমাদের শক্তি যোগাচ্ছে। আমরা কিছুটা আশা এবং আনন্দ নিয়ে বেঁচে আছি।”

এছাড়াও তিনি আরও জানিয়েছেন, “প্রত্যেক চিকিৎসক এবং নার্স এই কঠিন সময়ে যেভাবে সাহায্য করেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই ক্ষতিতে আমরা সকলেই বিধ্বস্ত। আমাদের পুত্র সন্তান, আমাদের কাছে দেবদূত। আমরা সবসময় তোমাকে ভালোবাসব।” প্রসঙ্গত উল্লেখ্য, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আরও চার সন্তান রয়েছে। এদের মধ্যে রয়েছে দুই পুত্র আর দুই কন্যা। ছেলেদের নাম ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং মাতেয়ো। মেয়েদের নাম ইভা এবং অ্যালানা।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *