বিশেষ প্রতিবেদন, ২১ এপ্রিল:
দক্ষিন ভারতের জনপ্রিয় নায়কদের তালিকায় একদম প্রথম দিকেই থাকেন তিনি। তাঁর অভিনীত সিনেমা প্রেক্ষাগৃহে আসা মানেই তা সুপারহিট হবেই হবে। শুধু তাই নয়, তাঁর সাম্প্রতিক ছবি “পুষ্পা দ্য রাইজ” কার্যত জিতে নিয়েছে সকলের মন। এই সিনেমার ডায়লগ, গান এবং নাচের স্টেপ তুমুল জনপ্রিয় হয়েছে সমগ্র বিশ্বজুড়েই। তবে, রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও এবার ঝুঁকলেন না আল্লু অর্জুন!
ঠিক কি ঘটেছে?
জানা গিয়েছে যে, নিজে ধূমপান করেন না এই দক্ষিণী সুপারস্টার। তাই, স্বাভাবিকভাবেই তিনি কখনই চান না যে তাঁর ভক্তরা এমন কোনও রকম নেশাদ্রব্য সেবন করুক যা থেকে তাঁদের শারীরিক ক্ষতি হতে পারে। এরই মাঝে একটি তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক সংস্থা তাঁর কাছে কয়েক কোটি টাকার বিনিময়ে বিজ্ঞাপনের অফার নিয়ে হাজির হয়। আর সেখানেই দু’মিনিটও না ভেবে তাঁদের সেই অফার ফিরিয়ে দেন আল্লু অর্জুন। এই খবর সামনে আসতেই তারকার এই সিদ্ধান্তে আপ্লুত হয়েছেন তাঁর লক্ষ লক্ষ ভক্ত।
আল্লু অর্জুন বুঝিয়ে দিলেন যে, টাকার জন্য এমন কোনও বিজ্ঞাপন করতে তিনি নারাজ যা থেকে তাঁর ভক্তরা ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি সার্বিয়াতে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিজের ৪০ তম জন্মদিন উদযাপন করে দেশে ফিরেছেন অভিনেতা। ইতিমধ্যেই তাঁর বার্থডে পার্টির ছবি ভাইরালও হয়েছে নেটমাধ্যমে।