বিশেষ প্রতিবেদন, ২১ এপ্রিল:
তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসীর জন্য এবার স্বস্তির খবর দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে যে, বৃহস্পতিবার থেকেই কলকাতায় শুরু হতে চলেছে ঝড়-বৃষ্টি। এদিকে, ভ্যাপসা, অস্বস্তিকর গরমে কার্যত নাভিশ্বাস উঠেছে শহরবাসীর। দুপুরের দিকে তীব্র রোদে বাইরে বেরোতেও হচ্ছে সমস্যা। এই আবহেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
একই সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। মূলত, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপূর, ও দুই ২৪ পরগণার একাংশে হতে পারে বৃষ্টি।
শনিবার অবধি বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে বাংলার প্রায় সবকটি জেলা। পাশাপাশি, দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলায় বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই। প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি কম। অপরদিকে, কাল রাতের তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশী। এছাড়াও, বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমান ছিল ৮৬ শতাংশ।