আন্দামান-নিকোবরে পৌঁছে গেল বর্ষা! রাজ্যে কবে থেকে হবে বৃষ্টি জেনে নিন এখনই

বিশেষ প্রতিবেদন, ১৭ মে:
কার্যত নির্ধারিত সময়ের আগেই আন্দামান-নিকোবরে পৌঁছে গেল বর্ষা। মূলত, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে যে বর্ষার মেঘ, তা ইতিমধ্যেই আন্দামান-নিকোবরকে ঘিরে ফেলেছে। পাশাপাশি, সাধারণত কেরালায় পয়লা জুন বর্ষা ঢুকে থাকে। তবে, চলতি বছর আবহাওয়ার যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে ভারতের মূল ভূখণ্ডে আগেই বর্ষা ঢুকে যাবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে। এরকম পরিস্থিতি বজায় থাকলে আগামী ২-৩ দিনে বর্ষা আরও খানিকটা অগ্রসর হবে। পাশাপাশি, আমাদের রাজ্যেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে যে, আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

পাশাপাশি, স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। এই প্রসঙ্গে জানা গিয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ও পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনকি, রাজধানী শহর কলকাতার ক্ষেত্রেও আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এরই মধ্যে উত্তর ভারতের জন্য সুখবর দিয়েছে মৌসম ভবন। জানা গিয়েছে, মঙ্গলবারের পরেই রাজস্থান, পাঞ্জাব, দিল্লিতে তাপপ্রবাহের সম্ভাবনা অনেকেটাই হ্রাস পাবে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *