বিশেষ প্রতিবেদন, ১৮ মে:
এখনও দেশজুড়ে করোনার আতঙ্ক কাটেনি! সংক্রমণের ওঠানামা কার্যত লেগে রয়েছে রাজ্যজুড়েও। ঠিক এই আবহেই এবার নতুন করে ভয় দেখাচ্ছে সোয়াইন ফ্লু! মূলত, গত বছরে চলতে থাকা করোনা আতঙ্কের মাঝেই জুন মাস নাগাদ সোয়াইন ফ্লু হানা দিয়েছিল রাজধানী শহর কলকাতায়।
তবে, এবার সেই রেশ বজায় রেখেই চলতি বছরেও নতুন করে খোঁজ মিলল সোয়াইন ফ্লু আক্রান্তের। জানা গিয়েছে যে, এবার এই ফ্লু-তে আক্রান্ত হলেন সত্তরোর্ধ্ব এক মহিলা। আপাতত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। হাওড়ার বাসিন্দা ওই মহিলার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর বলেও জানা গিয়েছে। গত বৃহস্পতিবারই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
সূত্রের খবর অনুযায়ী, ওই মহিলার ২ ফুসফুসেই সংক্রমণ পরিলক্ষিত হয়েছে। আপাতত বাই-প্যাপ সাপোর্টে রাখা হয়েছে ওই মহিলাকে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের জুন মাসে মোট ৩ জন আক্রান্ত হয়েছিলেন সোয়াইন ফ্লু-তে। এমতাবস্থায়, স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে যে, চলতি বছরেও বেশ কয়েকজন এটিতে আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি, সমগ্ৰ পরিস্থিতির ওপরেও নজর রাখা হচ্ছে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে। এই আবহেই ফের নতুন করে খোঁজ মিলল আক্রান্তের।