বিশেষ প্রতিবেদন, ১৮ মে:
বর্তমান সময়ে বাজারে বেরিয়ে যে কোনো কিছু কেনাকাটা করলেই প্লাস্টিকের ব্যাগ আমাদের সঙ্গী হয়ে যায়। এমনকি, দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে এর ব্যবহার। এমতাবস্থায়, এগুলি সৃষ্টি করছে মাত্রাতিরিক্ত পরিবেশ দূষণেরও। আর সেই কারণেই এবার প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। এদিকে, চলতি বছরের গোড়াতেই প্লাস্টিক প্রস্তুতকারক সংস্থাগুলিকে সতর্ক করেছিল কেন্দ্রের পলিউশন কন্ট্রোল বোর্ড।
পাশাপাশি, আমজনতার উদ্দেশ্যে আগাম সতর্কতার সাথে জানিয়ে দেওয়া হয়, যে প্লাস্টিকগুলি মাত্র একবার ব্যবহার করেই ফেলে দিতে হয়, সেই ধরনের প্লাস্টিকের ব্যবহার এবার নিষিদ্ধ হতে চলেছে। শুধু তাই নয়, জানা গিয়েছে যে, আগামী ১ জুলাই থেকেই কার্যকর হতে চলেছে সেই আদেশ। মূলত, ব্যানার, প্লাস্টিকের তৈরি পতাকা, প্লাস্টিকের কাপ, গ্লাস, লজেন্স এবং আইসক্রিমে ব্যবহৃত হওয়া প্লাস্টিকের কাঠি, “ইউজ অ্যান্ড থ্রো” পেন সহ একাধিক দ্রব্যের ওপর এই নিষেধাজ্ঞা জারি হতে চলেছে।
জানা গিয়েছে, এই প্লাস্টিকগুলির ঘনত্ব ১০০ মাইক্রনের চেয়ে কম হওয়ায় এগুলি ফের ব্যবহার করা সম্ভব হয় না। আর সেই কারণেই বাড়তে থাকে দূষণের হার। তার ফলেই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এগুলির ব্যবহারে। এমতাবস্থায়, জুন মাসের ১ তারিখ থেকেই এই নির্দেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী দিল্লি। ইতিমধ্যেই সেখানকার সরকারি ভবনে প্লাস্টিক দ্রব্য বর্জনের জন্য কড়া নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে।