৪০ কোটি টাকা দিয়ে নতুন বাড়ি কিনলেন মহারাজ! দেখে নিন সেই ছবি

বিশেষ প্রতিবেদন, ২২ মে:
তিনি “মহারাজ”! স্বাভাবিকভাবে তিনি যে রাজকীয় ভাবেই থাকবেন তা আর বলার অপেক্ষা রাখেনা। সেই রেশ বজায় রেখেই এবার কলকাতায় নতুন ঠিকানা বানিয়ে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এতদিন যাবৎ মহারাজের বাড়ির ঠিকানা বলতে বেহালার বীরেন রায় রোডের “মা মঙ্গলচণ্ডী ভবন”-কেই সকলে জানতেন। কিন্তু, এবার সেই ঠিকানায় ঘটল নতুন সংযোজন!

জানা গিয়েছে যে, সম্প্রতি লোয়ার লাওডন স্ট্রিটে নিজাম প্যালেসের এক্কেবারে কাছে একটি দ্বিতল বাড়ি কিনেছেন সৌরভ। এমনকি, নিজেই এই খবর জানিয়েছেন মহারাজ। মোট ২৩.৬ কাঠা জমির উপর তৈরি এই বাড়িটির দাম নাকি প্রায় ৪০ কোটি টাকা। যদিও, বর্তমান বাড়িটি ভেঙে নতুন করে নিজের মতো করে সেটি বানাবেন সৌরভ।

সূত্রের খবর অনুযায়ী, খ্যাতনামা ব্যবসায়ী অনুপমা বাগচী, কেশব দাস বিনানি এবং নিকুঞ্জের থেকে এই বাড়িটি কিনে নেন মহারাজ। তবে এই নতুন ঠিকানায় কবে থেকে থাকতে শুরু করবেন সৌরভ, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই প্রসঙ্গে প্রিন্স অফ ক্যালকাটা জানিয়েছেন যে, “নিজের বাড়ি কিনতে পারাটা সত্যিই দারুণ অনুভূতি। আমি এটাই চেয়েছিলাম। তাছাড়া শহরের মাঝখানে থাকাটার অনেক সুবিধাও রয়েছে। যদিও, দীর্ঘ ৪৮ বছর যেখানে থেকেছি, সেই ঠিকানা ছেড়ে আসাটাও অত্যন্ত কঠিন ব্যাপার।”

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *