বিশেষ প্রতিবেদন, ২৩ মে:
রাজ্যে এবার ফের কালবৈশাখী সহ ভারী বৃষ্টির পূর্বাভাস মিলল। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ অর্থাৎ সোমবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এমনকি, আগামীকাল পর্যন্ত ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মূলত,পশ্চিমের জেলাগুলিতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়াও, ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে হতে পারে বৃষ্টি।
এদিকে, রাজধানী শহর কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হবে। বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তারপর বিকেল বা সন্ধ্যের দিকেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আগামিকাল পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। যার ফলে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
পাশাপাশি, উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। যদিও, মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।