সাতদিনের মধ্যে ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরির ব্যবস্থা করতে হবে! নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দফতরের

বিশেষ প্রতিবেদন, ২৩ মে:
রাজ্যে শিক্ষক নিয়োগে একাধিক “বেনিয়ম”-এর অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। এমতাবস্থায়, কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় SSC-তে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে ধরনায় বসেছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। এমনকি, কলকাতার রাজপথেও ছড়িয়ে পড়েছে আন্দোলনের রেশ। সেই আন্দোলনে সামিল রয়েছেন বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা দাসও। ক্যানসারের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়েও শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

এদিকে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে সোমা ইতিমধ্যেই জানিয়েছিলেন অন্য কোনো চাকরি নয়, শিক্ষিকাই হতে চান তিনি। পাশাপাশি, এজলাসে দাঁড়িয়ে তিনি বলেন, “তাঁদের মনে আশা জাগিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাই লড়াই চলবে।”

এমতাবস্থায়, ক্যানসার আক্রান্ত চাকরি প্রার্থী সোমা দাসের চাকরির ব্যবস্থা করার জন্য সাতদিনের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে ক্যানসার ধরা পড়ে সোমার। কিন্তু সামর্থ্য না থাকায় কোনোরকমে চলছে চিকিৎসা। শারীরিক যন্ত্রণার মধ্যেই তিনি চাকরিপ্রার্থীদের আন্দোলনে যোগ দিতে কলকাতায় আসেন। এমতাবস্থায়, সোমাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন আন্দোলরত অন্যান্য যোগ্য প্রার্থীরাও।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *