প্রবল বৃষ্টিতে জারি করা হল কমলা সতর্কতা! আপাতত স্থগিত কেদারনাথ যাত্রা

বিশেষ প্রতিবেদন, ২৪ মে:
চলতি মাসের ৩ তারিখ অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছিল চারধাম যাত্রা। পাশাপাশি, কেদারনাথ খুলে যায় ৬ মে। অন্যদিকে, পুণ্যার্থীদের জন্য গত ৮ মে খুলে গিয়েছিল বদ্রীনাথও। কিন্তু, বর্তমান সময়ে ভয়াবহ বৃষ্টির জেরে কার্যত তোলপাড় হয়ে গিয়েছে দেবভূমি উত্তরাখণ্ড। এমনকি, কিছু কিছু জায়গায় আবার প্রবল তুষারপাতও চলছে। এমতাবস্থায়, এই প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে এবার বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানা গিয়েছে যে, আপাতত স্থগিত থাকছে কেদারনাথ যাত্রা।

পাশাপাশি, তুমুল বৃষ্টিপাতের জেরে সোম ও মঙ্গলবারের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতাও। এদিকে, সোমবারও কেদারনাথ যাত্রাপথে প্রবল তুষারপাত হয়। এছাড়াও, তাপমাত্রা নেমে যায় অনেকটাই। যার ফলে প্রবল সমস্যার সম্মুখীন হন পুণ্যার্থীরা।

এই প্রসঙ্গে রুদ্র প্রয়াগের CO প্রমোদ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, পায়ে হেঁটে যে সব পুণ্যার্থীরা কেদারনাথ যাচ্ছিলেন তাঁদেরকে ইতিমধ্যেই ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি, গুপ্তকাশীতেই থামিয়ে দেওয়া হয়েছে প্রায় ৫০০০ পুণ্যার্থীকে। আপাতত, তাঁদের কেদারনাথে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *