বিশেষ প্রতিবেদন: ২৭ জুন:
দেশজুড়ে 5G পরিষেবা শুরু হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। এবার সেই জল্পনারই কার্যত অবসান ঘটতে চলেছে। পাশাপাশি, জানা গিয়েছে আগামী মাস থেকেই শুরু হতে পারে 5G এয়ারওয়েভ নিলাম। ইতিমধ্যেই আগামী ৮ জুলাইয়ের মধ্যে এই প্রসঙ্গে আগ্রহী সংস্থাদের চূড়ান্ত দরপত্রের জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়াও, আগামী ২৬ জুলাই থেকে নিলামের জন্য ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
মূলত, চলতি মাসেই টেলিকম সংস্থাদের এয়ারওয়েভ বরাদ্দ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র। আপাতত সরকার প্যান-ইন্ডিয়া ভিত্তিতে 5G এয়ারওয়েভের (৩৩০০-৩৬০০MHz ব্যান্ড) বেস প্রাইসের মূল্য নির্ধারণ করেছে ৩১৭ কোটি টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে থাকা 4G পরিষেবার চেয়ে 5G পরিষেবার ইন্টারনেট স্পিড প্রায় ১০ গুণ বেশি দ্রুত হবে। দেশের অন্যতম তিনটি প্রধান টেলিকম অপারেটর সংস্থা ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও এই নিলামে অংশ নেবে বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ২০ বছরের মেয়াদসহ মোট ৭২০৯৭.৮৫ মেগাহার্টজ স্পেকট্রাম নিলাম করা হবে।