বিশেষ প্রতিবেদন, ২৭ জুন:
চলতি সপ্তাহেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সোমবারে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মঙ্গলবার ভারী বর্ষণ হতে পারে রাজ্যজুড়ে। সোমবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এছাড়াও, জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
এদিকে, আগামী মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। এমনকি, বুধবারও কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টি চলবে। সর্বমোট বৃষ্টির পরিমান হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত।
পাশাপাশি, মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে।