বিশেষ প্রতিবেদন, ২৮ জুলাই:
গত সোমবার গ্রীষ্মের ছুটি শেষে খুলেছে রাজ্যের স্কুল এবং মাদ্রাসাগুলি। প্রায় দু’মাসের ছুটি কাটিয়ে ফের স্বাভাবিকছন্দে শুরু হচ্ছে পঠনপাঠন। কিন্তু, সেই আবহেই এবার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল রাজ্যেরই একটি মাদ্রাসা থেকে। জানা গিয়েছে, দীর্ঘ ছুটির পর ওই মাদ্রাসার ক্লাসরুমে ঢুকতেই দেখা যায় যে, সেখান থেকে চুরি হয়ে গিয়েছে সমস্ত চেয়ার এবং ছাত্রছাত্রীদের বসার বেঞ্চ। অবাক করা এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মদনগছ সিনিয়ার মাদ্রাসায়।
শুধুমাত্র শিক্ষকদের লেখার বোর্ড এবং কিছু ভাঙা বেঞ্চ বাদ দিয়ে সমস্ত কিছুই চুরি হয়ে গিয়েছে সেখানে। এই প্রসঙ্গে মাদ্রাসার শিক্ষকরা অভিযোগ জানিয়েছেন যে, রাতের অন্ধকারে কেউ বা কারা মাদ্রাসার চেয়ার, টেবিল ও বেঞ্চ-সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এমতাবস্থায়, মাদ্রাসায় উপস্থিত হয়ে ক্লাসরুমের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় পড়ুয়াদের।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে সেখানে। পাশাপাশি, এই বিষয়ে প্রশাসনকে জানানো হলেও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন ওই মাদ্রাসার ক্লার্ক আরশাদ আনসারী। তিনি বলেন, “সোমবার দশম শ্রেণির ক্লাসরুমে গিয়ে দেখি একটাও চেয়ার, বেঞ্চ এবং টেবিল কিছুই নেই। এর আগেও এখানে চুরির ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনকেও জানিয়েছি। পুলিশ চুরির কোনো কিনারা করতে পারেনি।” এদিকে, এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।